মনির মোল্যা : ফরিদপুর (২আসন) সালথা-নগরকান্দা কৃ্ষ্টপুরের -উন্নয়নের রুপকার মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি হলেন তার ছোট ছেলে শাহাদাব আকবার লাবু চৌধুরী।
মঙ্গলবার ফরিদপুরের জেলা প্রশাসক বরাবর সংসদ উপনেতার সংসদ কার্যালয় লাবু চৌধুরীকে সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি করে একটি চিঠি দেওয়া হয়েছে।
নিচে চিঠিটি হুবাহুভাবে তুলে ধরা হলো।
প্রিয়
জেলা প্রশাসক সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার অবগতির জানানো যাচ্ছে যে, আমার নির্বাচনী এলাকা ২১২ ফরিদপুর-২ এর সালথা,নগরকান্দা ও সদরপুর উপজেলার কৃষ্টপুর ইউনিয়নের বিভিন্ন সময়ে বিভিন্ন সভা,সমাবেশ,জেলা আইন শৃংখলা কমিটির মিটিংসহ গুরুত্বপূর্ণ সভা সমাবেশ অনুষ্টিত হয়। উক্ত সভা সমাবেশে আমার অনুউপস্থিতে আমার ছেলে শাহদাব আকবার লাবু চৌধুরী প্রতিনিধিত্ব করবেন। এ বিষয়ে প্রয়জনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য আপনাকে অনুরোধ করছি।
এ বিষয়ে সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী বলেন,
লাবু চৌধুরীকে সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি করায় সালথা-নগরকান্দার আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ঐক্যর সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস।