মনির মোল্যা : আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে ফরিদপুরের সালথায় ইউনিয়ন ছাত্রলীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বল্লভদি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যেগে মঙ্গলবার বিকাল ৫টায় বাউশখালী বাজারে একটি মিছিল বের হয়। মিছিল শেষে বাউশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশ করেন ছাত্রলীগ নেতারা।
বল্লভদি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রনিচ খান মুন্নার সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বল্লভদি ইউপি সদস্য ওলিয়ার রহমান, ইমান আলী খান, আওয়ামী লীগ নেতা মনোয়ার খান, হিরু মাতুব্বার, ছাত্রলীগ নেতা আনোয়ার কাজী প্রমূখ।
এসময় প্রধান অতিথি খন্দকার সাইফুর রহমান শাহীন বলেন, আমাদের নেত্রী জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এই সালথা-নগরকান্দায় ব্যাপক উন্নয়ন করেছেন। সালথা-নগরকান্দার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, মসজিদ-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠিানসহ সবখানে সাজেদা চৌধুরীর কথা বলে। তাই আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-২, আসনে সাজেদা চৌধুরী কোন বিকল্প নাই।