মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-২, আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নগরকান্দার বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বার) সকাল ৮টায় উপজেলার তালমা ইউনিয়নের পুর্ব সদর বেরা গ্রামে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক সাবেক ছাত্রনেতা এ্যাড. জামাল হোসেন মিয়া।
জামাল হোসেন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আবারও নৌকা মার্কায় ভোট দিন।শেখ হাসিনার জীবনের মায়া ত্যাগ করে জনগনের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের প্রানপ্রিয় নেত্রী সংসদ উপনেতা, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা পক্ষে কাজ করার আহ্বান জানান।
তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সদস্য রবিউল বাসার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন প্রমুখ।