মনির মোল্যা : ফরিদপুর-২, আসনের সালথায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামেের সিনিয়র সদস্য, সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনায় প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. সাব্বির হোসেন।
শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা নিয়ে সোমবার বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারসহ বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট চান তিনি।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, সাজেদা চৌধুরী ফরিদপুর ২-আসনে যে উন্নয়ন করছে তাতে এখানে শতভাগ মানুষ নৌকায় ভোট দিবে বলে আমার বিশ্বাস।
এসময় উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি মো. ফারুক মাতুব্বার, উপজেলা যুবলীগের সদস্য স্বপন মোল্যা, শ্রমিক লীগের সদস্য আনিচ চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, ইউপি সদস্য বক্কার মোল্যা, ইউপি সদস্য কবির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশত নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।