মনির মোল্যা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২, আসনের নৌকার মাঝি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে কাছে পেয়ে নৌকার স্লোগানে মুখরিত হয়েছে হাজারো নেতাকর্মী।
শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা চত্তর সাজেদা চৌধুরী উপস্থিত হলে হাজার-হাজার নেতাকর্মী তাকে নিয়ে নৌকা মার্কার পক্ষে স্লোগান দিয়ে বিশাল মিছিল করেন। মিছিলটি সালথা সদর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সাজেদা চৌধুরী নেতাকর্মীদের উদ্যশে বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অংশিদার হোন। আগামী ৩০ ডিসেম্বারে ব্যালটের মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার উন্নয়ন করার সহযোগিতা করুন।
এসময় মিছিলে অংশগ্রহন করেন সংসদ উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুউজ্জামান ফকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের -সভাপতি খায়রুজ্জামান বাবু, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশিষ নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল-সহ হাজারো নেতাকর্মী।