মনির মোল্যা : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির হাজারো নেতাকর্মী। বৃহস্পতিবার সকাল ১০ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা বিশ^ রোডে এ শুভেচ্ছা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গীপাড়া থেকে সড়ক পথে ঢাকা ফেরার খবরে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে তার কনিষ্টপুত্র ও রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে হাজারো নেতাকর্মী জয়বাংলা মোড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে রাস্তার দু-পাশে জড়ো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০ টার দিকে জয়বাংলা মোড় দিয়ে যাওয়ার সময় উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে তিনিও হাত নেড়ে শুভেচ্ছা গ্রহন করেন।
পরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জয়বাংলা মোড়ে নির্বাচনী জনসভা করেন শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, উপনেতার দৌহিত্র সাহাবাব আকবর চৌধুরী, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সোবাহান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দোলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, দেলোয়ার ফকির, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষের ফরিদপুর জেলা -সভাপতি ফারজানা খান রিনী, চরযোশরদী ইউপি চেয়ারম্যান, আরিফুর রহমার পথিক, শিক্ষক নেতা খালেদ হোসাইন বাকি মাষ্টার প্রমূখ।