ইতালী প্রবাসী বৈধ-অবৈধ বাংলাদেশীদের পাসপোর্ট সমস্যার সমাধান হতে যাচ্ছে। বুধবার রোমস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত একটি নোটিশের বিষয় বস্তু নিয়ে ইতালী প্রবাসী সিনিয়র সাংবাদিক, এনটিভির ইউরোপ ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনিরের দু টি লাইভে প্রবাসী বাংলাদেশদের মধ্যে স্বস্থি নেমে আসে।
দূতাবাস থেকে প্রচারিত ঐ নোটিশের বিষয়বস্তু নিয়ে নিউজ ২৪ থেকে লাইভে সাংবাদিক মনিরের কাছে বিস্তারিত জানতে চায়। জনাব মনিরের সাবলিল লাইভে প্রবাসীরা প্রকৃত বিষয় জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
লক্ষ্য করা গেছে তাদের মধ্যে বিশেষ করে অবৈধ অভিবাসীদের মধ্যে স্বস্থি নেমে আসে। এতোদিন এসব বাংলাদেশী ছিলেন হতাশাগ্রস্থ।
পরে রাত সাড়ে দশটায় সাংবাদিক মনির তার জনপ্রিয় পেজ “ইতালী প্রবাসী” তে লাইভে আসেন।
এখানে ইতালীর অপর সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদকে আমন্ত্রণ জানান হয়। সাংবাদিক হাসান মাহমুদ বলেন, প্রবাসীদের দীর্ঘ দিনের যন্ত্রনার অবসান ঘটানোর জন্য ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের প্রতি সকলেরই কৃতজ্ঞ থাকা উচিত। তিনি রাষ্ট্রদূতকে এই বিশাল কাজটি করার জন্য ধন্যবাদ জানান। জনাব মনিরুজ্জামান মনিরও প্রবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
গত রাত পর্যন্ত প্রায় দশ হাজার মানুষ সাংবাদিক মনিরের এই লাইভগুলো দেখেছেন।