ইতালির মিলানে প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু সংক্ষিপ্ত সফরে মিলান আগমনে রবিবার সন্ধ্যায় বাংলা প্রেসক্লাব মিলান এর সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
বাংলা প্রেসক্লাব মিলান এর সভাপতি এ কে রুহুল সান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক কমরেড খন্দকার, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসাইন উপস্থিত ছিলেন।
এই সময় উপস্থিত ছিলেন নাজমুল হোসাইন রাজু, রাসেল আহমেদ, রাজু আহমেদ, সুয়েব আহমেদ, মোক্তার খান, সায়েফ আহমেদ, ফকরুল উদ্দিন, কামাল হোসেন, ফয়সাল আহমেদ, ফরহাদ আহমেদ প্রমুখ।
এছাড়া মিলানে বসবাসরত মৌলবীবাজার জেলার কুলাউড়া প্রবাসীরা বাবু কে ফুলেল শুভেচ্ছা জানান। সাংবাদিকদের এবং কুলাউড়ার প্রবাসীদের ভালোবাসা পেয়ে সংবর্ধিত লুৎফুর বাবু উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান এবং সংক্ষিপ্ত সময়ে এই আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।