সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

বিশেষ প্রতিনিধি, ফ্রান্স থেকে ॥ ঢাকা জেলার নবাবগঞ্জে যমুনা টেলিভিশন ও যুগান্তরের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব। প্রতিবাদ সভা থেকে সাংবাদিক নেতারা বলেন সাংবাদিকদের উপর হামলা শুধু গণতন্ত্রের পথে বাধা নয় মানুষের অধিকারে আঘাত হানে। তারা বলেন সাংবাদিকরা কোন দলের নয় দেশের সম্পদ, কাপুরুষরাই সাংবাদিকদের উপর এমন ন্যাক্কারজনক হামলা করতে পারে।
অবিলম্বে হামলাকারীদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান তারা। অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহির এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক নেওয়াজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী, আব্দুল আজিজ সেলিম নয়ন মামুন, শাহ সুহেল, রেজাউল করিম, নুরুল আলম, রুহুল আমিন, সহ ফ্রান্সে বসবাসরত বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
প্যারিসের স্মৃতিমহল রেস্টুরেন্টে আয়োজিত এ সভা থেকে জাতীয় নির্বাচনের আগেই হামলাকারীদের শনাক্ত, গ্রেফতার ও আইনের আওতায় আনতে হবে বলেন তারা। রাজনৈতিক দল ও প্রশাসন যেমন কারও প্রতিপক্ষ নয়, তেমনি সাংবাদিকরাও নয় উল্লেখ করে তারা বলেন কেন হামলা ও নির্যাতনের শিকার হতে হবে সাংবাদিকদের।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x