মনির মোল্যা : ফরিদপুর-২, আসনের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বার) বিকাল ৫ টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. নাছির উদ্দীন চৌধুরী, উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাব্বির হোসেন, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, আবু জাফর মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহসভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, মনির হোসেন খান প্রমূখ।
উক্ত সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে লাবু চৌধুরী বলেন, একমাত্র শেখ হাসিনা সরকারের দ্বারাই দেশের উন্নয়ন সম্ভব। আওয়ামী লীগ বিজয়ী হলে দেশ আরো এগিয়ে যাবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে আবারও নৌকা মার্কায় ভোট দিন।