কাজী রুমেল- ভৈরব- কিশোরগঞ্জ : সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শেরে – বাংলা এ কে ফজলুল হক স্মৃতি সম্মাননা এওয়ার্ড ও ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশন কর্তৃক সম্মননা এওয়ার্ড ও সার্টিফিকেট লাভ করেন ভৈরবের গজারিয়া ইউপি চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার।
ঢাকার হোটেল প্যানপ্যাসিক সোনারগাঁতে শেরে – বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ও জাতীয় শিশু কল্যাণ মিলনায়তনে ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশন পৃথক পৃথক অনুস্ঠানে এ সম্মাননা প্রদান করেন।
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের সভাপতি শেরে বাংলাএ কে ফজলুল হকের দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে সম্মননা প্রদান অনুস্ঠানে প্রধান অতিথি আসন অলংকৃত করেন সাবেক বিচারপতি এম তাফাজ্জ্বল ইসলাম। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপচার্য লায়ন শামসুল হুদা। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন সহবিশিস্ট জনেরা।
মুক্তিযুদ্ধের চেতনা অর্থনীতিক মুক্তি ও উন্নয়নশীল বাংলাদেশ শীর্ষক আলোচনা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য গুণীজন সংবর্ধনা ও সম্মননা প্রদান অনুস্ঠানে স্ব স্ব কর্মস্থলে বিশেষ অবদান রাখার জন্য সাবেক স্বরাস্ট্রমন্ত্রী এডভোকেট সামসুল হক টুকু সংবর্ধিত অতিথিদের হাতে এ পদক তুলে দেন।