মনির মোল্যা : ফরিদপুর-২ আসন থেকে সপ্তম বারের মত নির্বাচিত সংসদ সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গড়তে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতার আহবান জানিয়েছেন।
মঙ্গলবার সকালে তিনি ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর গ্রামে নিজ বাসভবন হামিদ মঞ্জিলে নেতা-কর্মী ও সমর্থকদের উদ্ধেশ্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়নের নির্র্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই লক্ষ্য পূরনে সকলের সহযোগীতা দরকার। এসময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে পুনরায় দেশ পরিচালনার সুযোগ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু, উপনেতার মেজপুত্র সাজেদ আকবর চৌধুরী, উপনেতার সহকারী একান্ত সচীব মো. শফিউদ্দিন চৌধুরী, সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে এগারোটায় তিনি ঢাকার উদ্ধেশ্যে ফরিদপুর ত্যাগ করেন।