মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র আলাউদ্দীন মাতুব্বার ওরফে অন্তর হত্যার ঘটনায় শোকাহত পরিবারের পাশে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল । বৃহস্পতিবার দুপুরে একঝাক সাংবাদিক নিয়ে ছুটে আসেন পাগলপাড়া গ্রামে অন্তরের মায়ের কাছে। এসময় তিনি অন্তর হত্যাকারীদের সর্বচ্চ শাস্তির জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন । অন্তর হত্যার ন্যায় বিচারের স্বার্থে এই পরিবারের পাশে সাংবাদিকরা আছে এবং থাকবে। অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল জামান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৭জুন তারাবী নামাজ পড়তে গিয়ে অপহরণ হয় পাগলপাড়া গ্রামের গ্রীস প্রবাসী আবুল হোসেন মাতুব্বারের ছেলে ও স্কুল ছাত্র অন্তর। অপহরণের পরে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। গত ১৪জুন রাতে অন্তরের মায়ের কাছে মুক্তিপন দাবী করে পুলিশের উপস্থিতিতে ১ লক্ষ ৪০ টাকা নিয়ে যায় অপহরনকারীরা। পুলিশের প্রচেষ্টায় মোবাইল ইএম এর মাধ্যমে বুধবার দুপুরে অপহরনকারীদেরকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের সুত্রধরে ঐদিন রাত ১২ টার দিকে তালমা ইউনিয়নের মানিকদি গ্রামের চকের মধ্যে কাটাখালী খাড়ের পাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় অন্তরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, অপহরনের আধা ঘন্টা পরেই গলায় গামছা পেচিয়ে অন্তরকে হত্যা করে তাকে মাটিতে পুতে রাখে হত্যাকারীরা।