মোঃ সাব্বির হাসান সদরপুর হতে: শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সদরপুর উপজেলার বাইশরশি শিব সুন্দরী একাডেমী বিদ্যালয় কার্যালয়ে জেলা তথ্য অফিস ফরিদপুরের আয়োজনে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ বারেক মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরপুর অতিরিক্ত ইউএনও মোঃ জোবায়ের রহমান রাশেদ।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার গাজী জাকির হোসেন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শফিক উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
জানা যায়, শিশু ও নারীদের উন্নয়নের জন্যে এ সচেতনতা মূল্য ওরিয়েন্টেশন কর্মআশালার আয়োজন করা হয়।