রাজিউল হাসান পলাশ: সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুন) ধামরাই পৌরসভার ঢুলিভিটায় অবস্থিত মুযদালিফা রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের আহ্বায়ক ইমরান হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভাটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মাহতাব উজ জাহিদ মিল্টন।
ইফতার পূর্ববর্তী সময়ে উপস্থিত সকলে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও ধামরাইয়ের নাগরিক জীবনের সমস্যা ও এর সমাধান এবং ধামরাইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।ইফতার পরবর্তী সময়ে সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের সহযোদ্ধা যারা এ বছর এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান করেন।
ইফতার মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রথম আলোর সিনিয়র সহকারী প্রকাশক মাহমুদ ইকবাল, ধামরাই উপজেলা যুবলীগ নেতা মোঃ হাফিজুর রহমান, আরবান স্কুল এন্ড কলেজের পরিচালক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, এডভোকেট আবুল কালাম, সুশীল নাগরিক সমাজের সদস্য কামরুজ্জামান রঞ্জু, প্রসুধা এর আহ্বায়ক মামুন রেজা, আফাজউদ্দিন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সজীব চৌধুরী।