সখীপুর (টাংগাইল)প্রতিনিধি:- টাংগাইল জেলায় সখীপুর পৌরসভার রেনাজ সিনেমা হলের সামনে মেসার্স আল-আমীন স্টোর এর মালিক সাবাস খাঁন দীর্ঘ দিন যাবৎ সকলের চোখে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছে।প্রশাষনের নজরের বাইরে।
জানা যায় সাবাস খাঁন মেসার্স আল-আমীন স্টোরের মালিক। তার শালা ছানোয়ার হোসেনকে সাথে নিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে যাচ্ছে।হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ সাবাস খাঁন।প্রশাষনের চোখে ফাঁকি দিয়ে কোন এক প্রভাব শালী মহলের সহায়তায় কাউকে তোয়াক্কা না করে মাদক ব্যবসা করে যাচ্ছে।সখীপুর উপজেলার প্রতান্ত অঞ্চলে সাবাস খাঁনের মাদক এজেন্ট নিয়োগ করা আছে।এজেন্টরা টেলিফোন করলে-ই তার শালা ছানোয়ার হোসেন মটর সাইকেল যোগে ইয়াবা,গাঁজা,হিরুইন, জাতীয়নেশা দ্রব পৌঁছে দেন।তাতে নেশা-খোররা সহজে হাতের কাছে পাচ্ছে।হাতের নাগালে থাকায় নেশা-খোরদের উপদ্রব বেড়ে-ই চলছে।নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যক্তি বলেন:-মেসার্স আল- আমীন স্টোর এর মালিক সাবাস খাঁনের দোকানের সামনে সন্ধায় নেশা-খোরদের আনাগুনা দেখা যায়,এঘটনা প্রতিদিনের।নেশার টাকা যোগাতে এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে।
সখীপর উপজেলার প্রতান্ত অঞ্চলে যে ভাবে নেশা-খোর বাড়ছে,তাতে খুন এবং ধর্ষন নিত্য দিনের ঘটনা হতে আর বেশি দিন নেই।
খুন,ধর্ষন মানুষের প্রতি বেবিচার বন্ধ করতে হলে দেশ থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনী শাস্তির ব্যবস্থা করতে হবে।
সখীপুরের প্রত্যন্ত অঞ্চলে চায়ের দোকানে আমজনতারা বলেন সখীপুরে রাজনৈতিক নেতারা শুধু মুখে বলেন মাদককে নির্মুল করবেন।বলেই শেষ।আজ পর্যন্ত কোন গটফাদারকে গ্রেফতার করতে পারেনি।পুলিশ কয়েকজন মাদকসেবীকে গ্রেফতার করেছেন।প্রকৃত মাদক ব্যবসায়ীরা ধরাছোয়ার বাইরে।
এব্যপারে আলহাজ্ব শওকত শিকদার সখীপুর উপজেলা চেয়ারম্যান বলেন মাদকের ব্যাপারে আমার কাছে কোন ছার নেই।বাসাইল সখীপুরকে মাদক মুক্ত করবো এটা আমার অঙ্গীকার। আর শুধু শাবাস খাঁন নয় যারা মাদকের সাথে জড়িত কেউ পাড় পাবে না।
এব্যপারে সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ বলেন আমি মাদকের বিরোদ্দে কাজ করে যাচ্ছি,সখীপুরের পুলিশ প্রশাষন কে সাথে নিয়ে।আশা করি সাবাস খাঁনকেও আমরা আইনের আওতায় আনতে পারবো ইনশাআল্লাহ।
সখীপুরে মাদক ব্যবসায়ী সাবাশ খান ধরা ছোঁয়ার বাইরে
