মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় সভা করেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট সমাজ সেবক শাহদাব আকবার চৌধুরী লাবু। শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী উপজেলার গট্টি ইউনিয়নে সংসদ উপনেতার বাসভবন হামিদ মঞ্জিলে এ মতবিনিময় সভার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, খোরশেদ খান প্রমূখ। এছাড়াও মতবিনিময় সভায় সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ তৃণমুলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য লাবু চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে হবে। এখন ভেদাভেদের সময় নয়, সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। তাহলেই আমরা সমৃদ্ধশীল বাংলাদেশ পাবো। ফরিদপুর-২, আসনে সাজেদা চৌধুরীর কোন বিকল্প নেই। তাই যারা আজ ভিন্ন পথে হাটছেন, তারা আসুন আমরা এক সাথে মিলে মিশে আওয়ামী লীগের জন্য কাজ করি।