মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য ও জাতীয় সংদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকবৃন্দ।
আজ সোমবার সকাল ১০টায় সংসদ উপনেতার নিজ বাড়ি সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপাধ্যক্ষ শেখ মিজানুর রহমান, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, কলেজের সকল সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।