মনির মোল্যা, সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির সম্মানে ফরিদপুরের সালথায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে শনিবার উপজেলা পরিষদ চত্তরে এ ইফতার মাহফিলের আয়োজন করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষিবিদ শাহদাব আকবার চৌধুরী লাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন। দোয়া পরিচালনা করেন পুরুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা জহুরুল হক।
উক্ত ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী স্বাংস্কৃতিক ফোরাম (আসাফো)র কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, খন্দকার সাজ্জাদ হোসেন, নগরকান্দা উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
ইফতার মাহফিলে সংসদ উপনেতা পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন, সালথা নগরকান্দাকে মাদক মুক্ত করতে প্রশাসনের সাথে সাথে সকল নেতাকর্মীদের ঐক্যবোদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সাজেদা চৌধুরী জিবীত থাকতে সালথা-নগরকান্দায় যদি কেও এমপি নমিনেশন এর মহোরা দেয় আপনারা তার দাঁতভাঙা জবাব দেবেন, সাজেদা চৌধুরী নগরকান্দা-সালথাকে নগরে রুপান্তরিত করেছে।