মনির মোল্যা : শেখ হাসিনার সালাম নিন, সকল ষড়যন্ত্র রুখে দিন। সৈয়দা সাজেদা চৌধুরীর সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। এই স্লোগানকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সফল সরকারের বিরুদ্ধে নব গঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়া’র চলমান ষড়যন্ত্র ও অপরাজনীতির প্রতিবাদে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বার) বিকাল ৪টায় মিছিলটি উপজেলা আওয়ামী লীগ অফিস চত্তর থেকে শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করেন। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ চত্তরে বিশাল এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, জাতীয় সংসাদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবার চৌধুরী লাবু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আঃ রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, ওয়াসিম জাফর, সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, আসাফো নেতা সেলিম মোল্যা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ। এসময় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেন ।
বিক্ষোভ সমাবেশে লাবু চৌধুরী বলেন বাংলার মাটিতে ষড়যন্ত্র কারীদের ঠাই হবে না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেত্রীত্বে সকল বাধা পেরিয়ে আবার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসবে।