জাকির হোসেন সুমন : মুন্সীগন্জ ১ আসনে নৌকা প্রতিক এর প্রার্থী মাহী বি চৌধুরী অভিযোগ করে বলেন গত রাতে তার নিজ গ্রাম শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামের নিজ বাড়ী তে তার শোবার ঘর লক্ষ করে কে বা কারা ৫ রাউন্ড গুলি ছোরে। সে সময় তিনি বাড়ী না থাকলেও তার স্ত্রী বাসায় ছিলেন। সে সময় দূর্ববৃত্বরা গুলি ছুরে পালিয়ে যায়। মাহী বি চৌধুরী আরো অভিযোগ করে বলেন উপজেলার আটপাড়া ইউনিয়নে নৌকা প্রতিকের একটি ক্যাম্পে প্রতিপক্ষরা অগ্নি সংযোগ করে। আজ দুপুরে মুন্সীগন্জ ১ আসনের শ্রীনগর ও সিরাজদিখান এলাকার নেতাকর্মী দের নিয়ে শ্রীনগর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, তার প্রতিপক্ষ প্রার্থী ধানের শীষ প্রতিকের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন তার চাচা তুল্য। সংবাদ সম্মেলনে মাহী বি চৌধুরী প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে মাহী বি চৌধুরী বলেন, শ্রীনগর থানা পুলিশ ও RAB ১১ কে জানানো গয়েছে। পুলিশ ঘটনা স্হল হতে ৫ টি গুলির খোশা উদ্ধার করেছে। মামলার প্রক্এিয়া চলছে। উক্ত সংবাদিক সম্মেলনে মাহী বি চৌধুরীর সাথে উপস্হিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা যুবলীগ নেতা মো : মশিউর রহমান মামুন, শ্রীনগর ইউপি চেয়ারম্যান হাজী মো : মোখলেছুর রহমান, পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, ভাগ্যকুল ইউপি র সাবেক চেয়ারম্যান একুল খান, আওয়ামীলীগ নেতা নোমান সহ অনেকে ।
Subscribe
Login
0 Comments
Oldest