শোক কে শক্তিতে পরিণত করে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে

মিনহাজ হোসেন ইতালীঃ শোকাবহ আগষ্ট ও ২১ আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে একটি আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মহিলা আওয়ামী লীগ ইটালী।

মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নূপুরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইটালী আওয়ামী লীগের সহ সভাপতি আলী আহমেদ ঢালী, প্রধান বক্তা ইটালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইটালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, আইয়ুবুর রহমান প্রিন্স, আব্দুর রব ফকির, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আফতাব বেপারী, শোয়েব দেওয়ান, যুব লীগের সাবেক সভাপতি আতিয়ার রাসুল কিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফর হোসেন বাবুল, মাহবুবুর রহমান প্রধান।
প্রধান বক্তা হাসান ইকবাল বলেন” বঙ্গবন্ধুর খুনীরা আজও ঘাপটি মেরে বসে আছে। আর তারাই ২১ আগষ্টের এই মর্মান্তিক ঘটনা সৃষ্টি করেছে। এবং বিভিন্ন সময়ে তারা দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে এই সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর প্রতিহত করতেই প্রতিটি বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নূপুর ও সাধারণ সম্পাদক নয়না আহমেদ বলেন” বঙ্গবন্ধুর কারণেই আমাদের স্বাধীনতা ও এই বাংলাদেশ। তার কারণেই আমরা আজ সম্মানের সহিত মাথা উঁচু করে বাঁচতে পারছি। আর কিছু স্বাধীনতা বিরোধী কুচক্রী ১৫ আগষ্ট ও ২১ আগষ্টের মতোন ঘৃর্নিত ঘটনা সৃষ্টি করেছে। আমরা এই খুনীদের বিচার চাই। সেই সঙ্গে এই মহিলা আওয়ামী লীগ ইটালী আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করবে।”

আরো বক্তব্য রাখেন ইটালী ইটালী আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাশী, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, তোসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইটালী শাখার সভাপতি হাবিবুর রহমান নাজমুল, রোম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব রহমান সহ অনেকে।

শোকাবহ আগষ্ট উপলক্ষে আয়োজিত এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের যে নেতৃ বৃন্দরা উপস্থিত ছিলেন তারা হলেন সহ সভাপতি মনোয়ারা বেগম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা আকতার পপি, সাংগঠনিক সম্পাদক নীলুফার বানু, উম্মে হানি প্রিন্স, শাহনাজ আক্তার, সানজিদা ইসলাম, দপ্তর সম্পাদক বাবলী ইউসুফ, মা ও শিশু বিষয়ক সম্পাদক সিমা বেগম, সদস্য ফরিদা রহমান,তানিয়া সুলতানা,রওশন আরা, সিমু অন্যন্যা সহ অনেকে।
আরো উপস্থিত ছিলেন হাবীব মোকদম, মোহাম্মদ আলী, সুজন হাওলাদার, মন্জুর আহমেদ মন্জু, আবুল বাসার।

শেষে বঙ্গবন্ধুর পরিবারের নিহত হওয়া সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments