মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, এই দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও ষড়যন্ত্র চলছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীকে দেখিয়ে দিছে। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে কেউ দাবায় রাখতে পারবে না। প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।
(১ ফেব্রুআরি) বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি লাবু চৌধুরী আরো বলেন, এই এলাকা আমার বাইরে কিছু হবে না। আমার এলাকায় কাউকে সন্ত্রাস করতে দিবো না। এই এলাকায় কোন মাদক কারবারি চলবে না। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিয়ে কাজ করে যাবো।
যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রব মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, লাবু চৌধুরী এমপির সহধর্মিণী শাহানাজ খান, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরজ্জামান সরর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, ইউপি চেয়ারম্যান খন্দকার শাহিন, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খন্দকার শাহজাহান সাজ্জাদ, যুবলীগ নেতা রোমানুজ্জামান রোমান প্রমূখ।
১ ফেব্রুআরি ২০২৪