রাজিউল হাসান পলাশঃ এবছর শীতের প্রকোপ অনেক বেশি, গেলো কয়েকদিন ধরেই তাপমাত্রা কমে যাওয়ায় শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। এই শীতে অসহায় ও নিম্নবিত্ত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান রুপসী উন্নয়ন সংস্থা।
এ সংস্থার আয়োজনে ঢাকা জেলার ধামরাই উপজেলার সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) ধামরাই দক্ষিণ পাড়া এলাকার আমিন মডেল টাউনে রুপসী উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সংস্থাটি আজ প্রায় হাজার খানেক মানুষের মাঝে কম্বল বিতরণ করে। পর্যায়ক্রমে ছয় হাজার কম্বল বিতরণ করবে বলে জানান আবু সাঈদ।
রুপসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সেলিম হোসেন প্লাবন জানান, রুপসী উন্নয়ন সংস্থা আগামীতে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে যেখানে এই সংস্থার হতদরিদ্র সদস্যদের সন্তানদের পড়ালেখার ব্যবস্থা করা হবে। এই সংস্থাটি যাত্রা শুরু করে ২০১০ সালে, সে সময় থেকে শুরু করে আজ অবধি আর্থিক ঋন এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে সংস্থাটি। করোনায় বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ, বন্যায় বন্যার্তদের বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নতুন পোশাক ধারাবাহিকভাবে বিতরণ করে সংস্থাটি।
উপকারভোগী ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের
নওগাঁও কাইত এলাকার বাসিন্দা হাসান আলী বলেন, কয়দিন ধইরা ঠান্ডা খুব বেশি। প্রতিবছর স্যারেরা আমারে কম্বল দেয় আমার খুব উপকার অয়।
একই ইউনিয়নের মাখুলিয়া গ্রামের কাঞ্চনবালা বলেন, এই কম্বলডা আমি চাইদ্দরের মত গায়ে দিবার পারুম, দুয়ারে আর মাঠে কাম করন লাগে শীতে এইড্যা আমার উপকার অইবো।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুপসী উন্নয়ন সংস্থার অর্থ পরিচালক বাবুল হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, এরিয়া ম্যানেজার সোহেল রানাসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।