শরীয়তপুর জেলার নাড়িয়া থানাধীন গত ২৭/১১/২০১৩ তারিখে ভোজেশ্বর এলাকায় রাএি অনুমানিক ১১,৩৫ঘটিকার সময় আনাখন্ন্ড গ্রামের পাকা রাস্তার উপর বেইলী ব্রীজের কাছাকাছি গাছের গুড়ীফেলে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া জনসাধারনের যানবাহনে চলাচল বাধাঁ সৃষ্টি ও মারধর করার অপরাধে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে এবং পলাতকদের সহ আসামী করে একটি মামলা করেন।
ঘটনার সূএে যানা যায়, বিএনপি জামাত এর নেত্বত্বে ডাকা ৮২ ঘন্টা সড়ক পথ রেলপথ নৌপথ অবরোধ নামে অরাজকতা সৃষ্টি সাধারন মানুষের চলাফেরার প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্দেশ্যে রাস্তার পাশ্বস্ত সরকারী গাছ কাটিয়া ক্ষতি সাধন করিয়া রাস্তার মাঝে খানে ফেলিয়া আতংক সৃষ্টি করে।
ঐ সময় রাস্তার যে সকল যানবাহন আসিয়াছে তাহাদের চালকদের মারপিট করে এবং ভয় ভীতি সৃষ্টি করে।
ঐসময় রাস্তার যে সকল যান বাহন আসিয়াছে তাহাদের চালকদের মারপিট করে এবং রাস্তা পার হতে না দিয়ে জোর পুরবক ফেরত পাঠিয়ে দেয়।
আবরোধের নামে ধংসত্বক কার্যকলাপ চালানো অবস্হায় খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ ও আওমীলীগের দলীয় কমিরা জড় হইতে থাকলে আসামীরা দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে পুলিশের আপর টিম এস আই নরুল কাদির সৈকত সংগীয় ফোর্স সহ আসামি ১/ মোঃ জয়নাল গোরাপী (৪৮) পিতাঃ মৃত তালব আলী গোরাপী সং পাচক
২/ নিকস খান(৩৬) পিতঃ আঃঅহেদ খান সং অনাখন্ড উভয় থানা নড়িয়া জেলা শরীয়পুর গ্রেফতার করে।
অন্যান্যরা পালিয়ে গেলেও কয়েক জনকে টচের আলোতে পলাতকআসমি মোঃ শহিদুর রহমান শাহিদ (৩৩) পিতাঃহাজী বোরহান উদ্দিন আহমেদ সং শুভ গ্রাম
৪/ ছাবির দেওয়ান (২৫)পিতাঃআনু দেওয়ান সং লাক্ষিপুর
৫/ সোহাগ মাদবর (৩৫) পিতাঃমৃত খোরশেদ আলী মাদবর সাং গৌড়াইল
৬/আলী খা (৪৫)পিতাঃআক্তাত সং দুলুখন্ড
৭/শাকিল ঢালী(২৫)পিতাঃবাবুল ঢালী সং ফতে জঙ্গপুর
৮/রয়েল মাঝি (৩৫)মাষ্টার আলী অহমেদ সং ঈশ্বও কাঠি
৯/উজ্জল শরীফ (৩০)পিতাঃমৃত বাদশা শরীফ সাং সরদার কান্দি (জপস)
১০/নাছির খান(২৫)পিতাঃআলীখান দুলুখন্ড
১১/মঙ্গল খা (৪০)পিতাঃঅজ্ঞাত সং চান্দনী (১২) নাছির বন্দু কছি টাঠু (২৫)পিতাঃহালিম বন্দুকছি সং শেহের আলী মাদবর কান্দি
১৩/ নাজির মাঝি(৪০) পিতাঃসোহবার মাঝি সং নড়িয়া প্রেযতলা সব থানা নড়িয়া জেলা শরীয়তপুর গনদেরকে চিনেফেলেন।
উক্ত আসামীগন সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন দৌড়ে পালায়।
এ ঘটনায় কজন কে গ্রেফতারকরে পলাতোকদের আসামী করে
নাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং ৩১/৩১২।
তারিখ ৩০/১১/২০১৩ইং। মামলার ধারা হলো
১৪৩/৩৪১/৩২৩/৪২৭/৫০৬ বেআইনি জোট বদ্দে অবরোধ করিয়া মারপিট করত সরকারী সম্মওি ক্ষতি সাধন ও ভয় ভীতি দেখানোর আপরাধ।
Subscribe
Login
0 Comments
Oldest