শরিয়তপুরের পদ্মা নদীর দক্ষিনে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে সাংবাদিক সম্মেলন

জাকির হোসেন সুমন :শরীয়তপুরের পদ্মা নদীর দক্ষিনে স্হায়ী বাড়িবাধ নির্মাণ এা দাবীতে সংবাদ সম্মেলন করেছে ইতালীতে ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি । উক্ত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি জনাব:আবুল কাসেম সিকদার । আকবর হোসেন এর পরিচালনায় ও মো:মফিজ এর উপস্হাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব:সেলিম দেওয়ান, বিশেষ অতিথি রফিকুল ইসলাম(প্রধান উপদেষ্টা),বিশেষ অতিথি বাংলাদেশ সমিতির সেক্রেটারি জনাব জব্বার মাঝি,বিশেষ অতিথি ঢাকা সমিতির সভাপতি জনাব: আব্দুল নাসির, বিশেষ অতিথি :ওমর ফারুক নিনি,বিশেষ অতিথি:শমসের আকবর পলাশ(বিএনপি),প্রধান বক্তা কিশোর খন্দকার(সহ সভাপতি),বিশেষ বক্তা রোমান মাল(সমাজ সেবক),বক্তা মুরাদ ঢালী(সাংগঠনিক সম্পাদক), আরও বক্তব্য রাখেন মহসিন ছৈয়াল,এস এম এ হাকিম লাকুরিয়া….বি এম মিঠু ও বাহার ঢালী প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments