মনির মোল্যা : বুধবার সন্ধ্যায় দূর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠিত হলো লস্করদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ উপনেতার কনিষ্ঠপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, লস্করদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এএফএম সিদ্দিকুল আলম বাবলু, আওয়ামীলীগ নেতা মোহন হোসেন, ইটালী আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান, নগরকান্দা শহর যুবলীগের সাধারন সম্পাদক আজাদ হোসেন।
এ সময় আইনপুর গ্রামের নাছের শেখ প্রায় শতাধিক লোক নিয়ে লাবু চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগ দেন। সাবেক ইউপি সদস্য মোঃ জালালউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ফকির, লস্করদিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক এসকেন্দার মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আ’লীগ নেতা পলাশ হোসেন প্রমূখ।
পরে গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন।