রোম বিডি স্প্রোটিং ক্লাব ইতালীর গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল পুরষ্কার বিতরনী ও এয়্যার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন।
গতকাল ৫ই আগষ্ট রোজ রবিবার ২০১৮ইং কলিআলবানী আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ DE ROSSI স্টেডিয়ামে রোম বিডি স্প্রোটিং ক্লাব ইতালীর গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল পুরষ্কার বিতরনী ও এয়্যার্ড প্রদান অনুষ্টিত হয়।
ক্লাবের সভাপতি মোঃওমর ফারুক ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম পলাশের পরিচালনায় এবং প্রধান উপদেষ্ঠা অলিউদ্দিন শামীমের তত্ত্বাবধানে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালীর সভাপতি নজরুল ইসলাম মাঝি,গুরুত্বপূর্ন এই ফাইনাল খেলায় রেফারীর দায়ীত্ব পালন করেন বাংলাদেশী কমিউনিটির সকলের আস্থাভাজন ব্যাক্তিত্ব বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম ছিদ্দিকী বাচ্চু, প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি-ইতালীর সিনিয়র সহসভাপতি মোঃ নায়েব আলী বিশেষ অতিথী বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সাধারন সম্পাদক আব্দুর রশিদ,বাংলাদেশ সমাজ কল্যান সমিতি-ইতালীর সভাপতি কামরুজ্জামান রতন,জালালবাদ এসোসিয়েশন ইতালীর সহসভাপতি মাহবুবুল কাদির ওয়েছ, বাংলাদেশ সমিতি-ইতালীর মহিলা সম্পাদিকা সুমি ইসলাম,রোম বিডি স্প্রোটিং ক্লাবের উপদেষ্ঠা আনোয়ার হোসেন সহ কমুনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,এছাড়া ও রোম বিডি ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুর রশিদ ও রোম বিডি স্প্রোটিং ক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম পলাশকে সম্মাননা এয়্যার্ড প্রদান করা হয়,ফাইনাল খেলাটি হয় নোয়াখালী ইয়াং ষ্টার বনাম বিক্টোরিয়া ফ্রেন্ডস ক্লাব,উত্তেজনামুলক খেলায় নোয়াখালী ইয়াং ষ্টার ৪,৩ গোলে বিজয়ী হয়, এসময় মাঠে বাংলাদেশী ছাড়াও ইটালীয়ান সহ বিভিন্ন কমিউনিটির ক্রীড়ামোদি লোকজন পুরুষ মহিলা শিশু কিশোর আনন্দ উল্লাসের মাধ্যমে খেলা উপভোগ করে।