খান রিপন : প্রবাসে বাংলাদেশিদের বর্ষবরন একটু ভিন্ন রকম হয়ে থাকে। প্রায় পুরো বৈশাখ মাস জুড়েই থাকে বিভিন্ন সংগঠন, ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বৈশাখ উদ্যাপন। ছুটির দিন ও অনুকুল আবহাওয়ার সমন্বয়ই এর মুল কারন। সেরকমই একটি বর্ষবরনের অনুষ্ঠান হয়ে গেল গতকাল ৬ মে রবিবার, (২২ বৈশাখ ১৪২৫)। ইতালী প্রবাসী পিরোজপুরবাসীর প্রিয় সংগঠন পিরোজপুর জেলা সমিতি ইতালীর আয়োজনে, বরিশাল বিভাগ সমিতি, ইতালী, বরিশাল বিভাগ যুব সমিতি, ইতালী ও বরিশাল জেলা সমিতি ইতালী’র সার্বিক সহযোগিতায় এ আয়োজনে সংগঠনটির প্রধান উপদেষ্টা মোঃ শাহিন, সভাপতি জনাব মোঃ কামাল, সাধারন সম্পাদক সুমন মুজিবুর, যুগ্ম সাধারন সম্পাদক বাহাদুর কাজী ও সাংগঠনিক সম্পাদক কাজী জাহাঙ্গীরসহ সংগঠনের প্রতিটি সদস্যের মাসব্যাপি ঐকান্তিক প্রচেষ্টায় বর্ষবরন অনুষ্ঠানে কোন কমতি ছিল না। সমাজের প্রতিটি স্তরের নেতৃবৃন্দকে স্বশরীরে আমন্ত্রন জানাতেও ভুল করেননি সংগঠনের কর্মকর্তারা। এমনকি প্রবাসী বাংলাদেশীদের আইনি অভিভাবক ইতালীতে নিযুক্ত রাষ্ট্রদূত জনাব আব্দুস সোবহান সিকদারকে আঞ্চলিক নেতৃবৃন্দসহ আমন্ত্রন জানাতে দুতাবাস পর্যন্ত গিয়েছেন।
মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত সকললের সামনে কথা দিয়েছেন তিনি যদি ঐদিন রোমে উপস্থিত থাকেন তাহলে অবশ্যই অনুষ্ঠানে আসবেন। কিন্তু তিনি গতকাল রোমে উপস্থিত থেকেও পিরোজপুর জেলা সমিতি কর্তৃক আয়োজিত বর্ষবরন অনুষ্ঠানে আসেনি, তিনি একটি শিরোনামহীন অনুষ্ঠানে সন্ধ্যাঅবধি অবস্থান করেন। আয়োজকদের পক্ষ থেকে তাকে বারংবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
পিরোজপুর জেলা সমিতির আয়োজিত বর্ষবরন অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিরা তার জন্য অপেক্ষ করে, তরা না আসার কোন কারন না জানতে পেরে উষ্মা প্রকাশ করে বলেন তার মত একজন অভিজ্ঞ কুটনীতিকের কাছ থেকে এরকম পক্ষপাতদুষ্ট আচরন আমরা আশা করি না। অনেকে মন্তব্য করেন আসলে তিনি প্রবাসী বাংলাদেশীদের রাষ্ট্রদূত নয় তিনি একটি গোষ্ঠির রাষ্ট্রদূত। যার প্রমান তিনি যোগদানের সাথে সাথেই দিয়েছেন বিভিন্ন বিতির্কত মন্তব্য করে।