রোমে ঢাকাবাসীর মত বিনিময় সভা

মিনহাজ হোসেন ইতালীঃ দেশ ও প্রবাসে সকল ঢাকা বাসীর কল্যাণে একত্রিত হয়ে সমস্যা সমাধান, কমিউনিটিতে মেধা ও মননের চর্চা এবং সব দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর সহযোগীতার প্রতিশ্রুতি নিয়ে ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ২২অক্টোবর সোমবার ইতালীর রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারার সুন্দরবন রেস্টুরেন্ট হলরুমে বৃহত্তর ঢাকার কৃতি সন্তান সালাহ উদ্দিন ও মোঃ লিটন এর আমন্ত্রণে ঢাকা জেলার নেতৃবৃন্দের নিয়ে এক মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় বৃহত্তর ঢাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণদের মধ্যে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আবু সাঈদ খান, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাফফর হোসেন বাবুল, বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালীর সাধারন সম্পাদক আব্দুর রশিদ, উপদেষ্টা মোঃ লাকী, ঢাকা জেলা সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম, ঢাকা জেলা সমিতি সিনিয়র সহ সভাপতি জামিল হোসেন, সাধারন সম্পাদক ছাদেক হোসেন, বৃহত্তর ঢাকা যুব পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক শ্যামল খান, গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি সোহরাব সরকারসহ আরো অনেকেই।

সভায় হাসান ইকবাল বলেনঃ বাংলাদেশি কমিউনিটিতে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ঢাকবাসী ও একদল উদ্যমী তরুণ মিলে এ সংগঠনটি গঠন করার উদ্যোগ গ্রহণ করায় তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশ থেকে দূরে গিয়ে দেশপ্রেম আরও বেড়ে যায় তার বাস্তব প্রমাণ আজকের উপস্থিত ঢাকার কৃতি সন্তানরা। তিনি তাদের একটি প্লাটফর্মে থাকার জন্য ঢাকা জেলা সমিতিকে তাদের অগ্রযাত্রাকে রাখার আহ্বান জানান এবং তিনে সংগঠনের সর্বাত্মক সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন বৃহত্তর ঢাকাবাসীকে একই ছাদের নিচে এনে পুরো ঢাকাবাসীর মধ্যে ঐক্যবদ্ধ প্ল্যাটফরম তৈরি করে নিজেদের ভাবমূর্তি বাড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ঢাকার ভাবমূর্তি তৈরি করতে হলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। তারা আরো বলেন, আপামর জন-সাধারনের সুখ-দঃখে, এলাকার সমস্যা- সম্ভবনার কাজে যাতে নিজেদের আত্মনিয়োগ করেন। পাশাপাশি ঢাকার প্রবাসী ভাই বোনদের একে অপরের বিপদে আপদে পাশের থাকার জন্য উপস্থিত সকলকে আহবান জানানো হয়।

এছাড়াও মত বিনিময় সভায় বলা হয় যে বাংলাদেশ থেকে আগত বৃহত্তর ঢাকার কৃতি সন্তান ইতালী আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আবু সাঈদ খান কে আগামী কয়েক দিনের মধ্যে একটি সংবর্ধনা দেওয়ার।

পরিশেষে সভায় উপস্থিত সকলকে বৃহত্তর ঢাকার কৃতি সন্তান সালাহ উদ্দিন ও মোঃ লিটন এর ব্যাবস্থাপনায় সুন্দরবন রেস্টুরেন্ট নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments