জাকির হোসেন : লাখো জনতার উপস্থিতিতে ৫ অক্টোবর বোয়ালমারী উপজেলার ময়না হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো আব্দুস ছাত্তার ধলামিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা। অত্র উপজেলা ছাপিয়ে আশপাশের জনপদে ব্যাপক সারা জাগানো এ খেলায় জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে বোয়ালমারী ইউনাইটেড ক্লাব। অত্যান্ত হাড্ডা-হাড্ডী এ ফুটবল প্রতিযোগীতায় তারা ০-১ গোলে পরাজিত করে মোহাম্মাদপুর উপজেলা ফুটবল একাদশকে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ফরিদপুর-১ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলার ঐতিহ্য বাহী নবাব পরিবারের বংশধর এ,এফ,এম আব্দুর রহমান।
আ’লীগের নেতা আঃ রশিদ মোল্যার সভাপতিত্বে জমজমাট এ ফুটবল আসরে অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান নাসির মোঃ সেলিম, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান এনামুল হাসান, আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক মজিবর রহমান ও বিজয়ী ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা মোঃ ইকরাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। দেশের নামি-দামী খেলোয়ারদের পাশাপাশি বিদেশের কয়েকজন খেলোয়ার খেলায় অংশ নেয়। ফলে দৃষ্টি নন্দন ও হৃদয় গ্রাহী এ খেলাটিকে ঘিরে গোটা এলাকা পরিণত হয় এক জন সমুদ্রে। মাঠের চারপাশে স্থান সংকূলান না হওয়ায় ভবনের ছাদে,ঘরের চালে আর গাছের ডালে বসে খেলাটি উপভোগ করেন দর্শককুল।