আওয়ামী লীগ মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি, মুক্তিযোদ্ধাদের ৭১র সেই স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আর তাই দেশের জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার আহ্বান করেন, ঢাকা ২০ আসন ধামরাইয়ের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব বেনজীর আহমদ।
রাজিউল হাসান পলাশ : ধামরাই পৌর এলাকার ইসলামপুর সবুজ সংঘ মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে ৫ ‘শতাধিক মুক্তিযোদ্ধার উপস্থিতে এবং কমান্ডার আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন ঢাকা ২০ আসনের আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ৭১’র মুক্তিযুদ্ধ কালীন সময়ে ধামরাই থানার মুক্তিযোদ্ধা ও সহকর্মীদের তিনি শুভেচ্ছা জানান এবং সকল শহীদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় তিনি বলেন, ৪৮ বছর ধরে আমি এই উপজেলার মুক্তিযোদ্ধাদের পাশে থেকে আওয়ামীলীগের জন্য লড়াই করে যাচ্ছি, তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে নৌকার মনোনয়ন তুলে দিয়েছেন। আসছে ৩০ শে ডিসেম্বর (ঢাকা-২০) আসনটি সকলের সম্মিলিত চেষ্টায় উপহার দিয়ে দেশের উন্নয়নের জোয়ার বয়ে আনবো।
ঢাকা ২০ আসন ধামরাইয়ের প্রার্থী বেনজীর আহমদ সকলের কাছে নৌকার জন্য ভোট চান এবং উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দেন।
সভায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাইশা কান্দা ইউনিয়নের চেয়ারম্যান, অধ্যাপক মোঃ মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত বীরমুক্তিযোদ্বা সোহরাব হোসেন, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকল মুক্তিযোদ্বারা ৩০ শে ডিসেম্বর জাতীয় নির্বাচনে (ঢাকা-২০) আসন থেকে আওয়ামী মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্বা বেনজীর আহমদকে জয়যুক্ত করে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে উপহার দিবে বলে আশ্বস্থ করেন।