মিলান প্রতিনিধি : ইতালির মিলানে প্রবাসীরা কর্মব্যস্ততার পরে শারীরিক ও মানসিক ভাবে ভালো থাকার চিন্তা চেতনা নিয়ে স্বাস্থ্য শিক্ষা শান্তি এই স্লোগানকে লক্ষ্য করে বৃহত্তর সিলেট ইয়াং ষ্টার স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের প্রতিষ্ঠাতা তালুকদার জুনেদ এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম মিলান ইতালি’র সভাপতি ময়েজুর রহমান ময়েজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা প্রেস ক্লাব মিলান এর সভাপতি একে রুহুল সান, মৌলভীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি নাজমুল হোসেন,দিরাই সমাজ কল্যাণ সমিতির সভাপতি নূর হোসেন জমির,নবীগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট সাবেক সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী শফিক আলী,লুৎফুর রহমান প্রমুখ।
ক্লাবের সদস্যদের মিলিত সিদ্ধান্তে সোহাগ রহমানকে সভাপতি,জাবের আহমদকে সিঃ সহ সভাপতি, আজাদ ইসলাম জুনেদকে সাধারণ সম্পাদক এবং আরিফিন রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
ক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন-জাবেদ আহমদ,প্রতিষ্ঠাতা,জিলু মিয়া,প্রতিষ্টাতা,
ফাহিম আহমদ-বিশেষ সদস্য,আবু বক্কর,সহ সভাপতি,সাদ্দাম হুসেন লাল,যুগ্ম সাধারণ সম্পাদক,জয়নুল সিদ্দিক,কোষাধ্যক্ষ,আহমেদ রিপন,প্রচার সম্পাদক,শেখ সায়েখ আহমদ সাজু,আহবায়ক,জুয়েল আহমদ রাজু,আহবায়ক প্রমুখ।
আলোচনা ও পরিচিতি শেষে অতিথি এবং ক্লাবের সকলে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে নবগঠিত ক্লাবের সমাপ্তি ঘটে।