বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে মিলান লোম্বার্দিয়া যুবদল।
সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান যুবদলের সভাপতি তোফায়েল আহমেদ তপু এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজু খান এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির,শাহীন হাওলাদার,শাহ আলম,হাসিব আলম সেলিম,রুহিন আহমেদ,মীর হোসেন বিপ্লব,সেলিম আহমেদ ও মামুন আহমেদ প্রমুখ।
বক্তারা বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা দিয়ে যে প্রহসনের রায় দিয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এবং খালেদা জিয়ার নিৎসর্ত মুক্তি কামনা করেন। বক্তারা তীব্র কণ্ঠে বলেন অবাধ ও নিরপেক্ষ গণতান্ত্রিক ভাবে নির্বাচন হলে বর্তমান সরকারের পতন হবে সেই সাথে সকল অপকর্মের জবাবদিহি করতে হবে।