মিলান প্রতিনিধি : ইতালির মিলানে বৃহত্তর সিলেট বিভাগের ছাতক উপজেলার সকল প্রবাসীদের উদ্যোগে দেশে ও প্রবাসে ছাতক উপজেলার ঐতিহ্য প্রবাসীদের কাছে তুলে ধরতে এবং মেধাবী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছাতক ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে ছাতক প্রবাসীদের সভায় উপস্থিত সকল প্রবাসীদের মতামতের ভিত্তিতে এই নামকরণ করা হয়।এছাড়া খুব শীঘ্রই এই সংগঠনের কার্যকরী কমিটি গঠন করে সংগঠনের গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রবাসীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের বিভিন্ন দিক গুলো নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত প্রবাসীরা এই সংগঠনের কার্যক্রম শুধু ইতালি তে নয় বরং দেশের সাধারণ মানুষের উন্নয়নে এবং এতিম গরীব পরিবারের পাশে থেকে কাজ করার মতামত পোষণ করেন এবং উপস্থিত সকলেই এই মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন।