‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের চিত্র বিশ্ববাসীকে তুলে ধরতে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার স্থানীয় একটি হলরুমে মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল আহমেদ এর সভাপতিত্বে কনসাল শামসুল আহসান এর পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত, গীতা পাঠ করেন কনস্যুলেটের কর্মকর্তা কাজী নাসিবুল ইসলাম ও সুবীর চন্দ্র।
অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা। এই ডকুমেন্টারিতে গত ১০ বছরে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি চিত্র চমৎকার ভাবে ফুঠে উঠে যা উপস্থিত প্রবাসীদের মুগ্ধ করেছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মশিউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহকারী সচিব সর্দার কেরামত আলী,মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিতা, প্রবীণ আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন, মজিবুর রহমান হারিছ, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, যুগ্ম সম্পাদক হানিফ শিপন সহ লোম্বার্দিয়া আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠ শিল্পী বাপ্পা মজুমদার ও মুনিরা মুক্তি।
এসময় বাপ্পা মজুমদার উপস্থিত দশকদের মাতিয়ে রাখে তার জাদুকরী সুরের ছন্দে।