“মায়ের জন্য একদিন, ভালোবাসা চিরদিন “শ্লোগানটি সামনে রেখে মাকে আন্তরিক সম্মান জানালো প্রথম আলো- বন্ধুসভা ধামরাই, ১১ মে শুক্রবার বিকেলে ধামরাই কলেজিয়েট স্কুলে জমজমাট মা উৎসব পালন করা হয়। উৎসবে মাকে নিয়ে দেয়াল পত্রিকা, মাকে নিয়ে স্মৃতিচারণ, মাকে ফুল দিয়ে বরণ করা, কেক কাটা হয়। অনুষ্ঠানে এক সংগ্রামী সফল মাকে নিয়ে বলেছেন তার সন্তান।
মাকে নিয়ে স্মৃতিচারণ করেন কৃষ্ণ চন্দ্র পাল, মো, ইমরান হোসেন, সজীব চৌধুরী, মান্নান রিনা, মৌসুমী নিশি, মাহমুদ ইকবালসহ আরো অনেকে। মা নিয়ে গান পরিবেশন করে অহনা। উপস্হাাপনা করেন সজীব চৌধুরী ও সানজিদা।
তথ্য ও ছবি : সজীব চৌধুরী।