বকুল খান স্পেন থেকে : মাদ্রিদের খোলা মাঠে উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস ২০১৮ এই প্রথম বারের মতো পালন করেছে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন।
বাংলাদেশী অধুষ্যিত লাভা পিয়েছ প্লাজায় শত শত বাংলাদেশিদের উপস্তিতে এ আলোচনা সভা ও দু’আ মাহফিলে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার এবং সচিব ও যুগ্ম সচিব দবির তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি ও মিনিস্টার হারুন আল রাশিদ।
জাতীয় সংগীত সমবেত কণ্ঠে পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয় পর্বে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচনের দুই প্যানেলের প্রার্থী পরিচিতি এবং ২১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচয় করিয়ে দেয়া হয়।
সভাপতি পদে আল মামুন ও কাজী এনায়েতুল করিম তারেক বক্তৃতায় সকল বাংলাদেশী বিজয়ের শুভেচ্ছা জানান পাশাপাশি তাদের প্যানেলের জন্য ভোট প্রত্যাশা করেন |
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এ আমিন। প্রধান অতিথি হারুন আল রাশিদ বলেন, প্রবাসীদের দেশপ্রেম আমাকে উদ্বুদ্ধ করে। বিশেষ করে স্পেনের বাংলাদেশিদের ঐক্য সম্প্রীতি, সৌহাদ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।