জাকির হোসেন সুমন : আওরঙ্গোজেব মার্কো মাএ ১৩ বছর বয়সে অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা চলাকালে মৃত্যু র কোলে ঢলে পরে। ইতালীর ভেনিসে বসবাস রত বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ সমিতি ভেনিস এর সভাপতি মোহাম্মদ আলী র এক মাএ পুএ আওরঙ্গজেব মার্কো সম্প্রতি ইতালীর সালমন মাছ খাওয়ার পর অসুস্হ হয়ে পরে। অসুস্থ মার্কো কে হাসপাতালে ভর্তি করা হয়ে দুই সপ্তাহ চিকিৎসা চলাকালীন সময়অজানা ভাইরাসে আক্রানন্ত হয়ে গত ২৬ শে এপ্রিল পাদোভার একটি হাসপাতালে মৃত্যু বরন করেন। মার্কোর গ্রামের বাড়ী শরীয়তপুর জেলার নরিয়া উপজেলায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভিয়া কাফুচিনা মসজিদের পাশের চত্বরে নামাজে জানাজা শেষে শেষ বিদায় জানাতে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশী ও ইতালীয়ান সহ বিভিন্ন দেশের মানুষ জরো হয়। সে সময় মার্কো র সহপাঠী , বন্ধু, শিক্ষক, শিক্ষিকা সহ ইতালীর ভেনিসে বসবাস রত বাংলাদেশী দের বিভিন্ন সামাজিক ও আন্ধলিক সংগঠন শেষ বিদায় জানান।
আগামী শনিবার মার্কো কে দাফন এর জন্য বাংলাদেশ নিয়ে যাওয়া হবে বলে পারিবারিক সূএ জানায়। আওরঙ্গোজেব মার্কো র অকাল মৃত্যু তে ভেনিস বাংলা স্কুল কতৃপক্ষ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।