রাজিউল হাসান পলাশ : এ বছরের নভেম্বরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল হক টাঙ্গাইলে বাসের ভেতরে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলার মূল আসামি বাসচালক আলম খন্দকার ওরফে বিষু মিয়া ও হেলপার নাজমুলকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বাসচালক ও হেলপার দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এস আই কবিরুল দক্ষতার সহিত নভেম্বর মাসে এই মামলাসহ আরোও দুইটি মামলা তদন্ত, ঘটনার রহস্য উদ্ঘাটন করে মামলাগুলির তদন্তকার্য সম্পন্ন করেন।
সার্বিক বিবেচনায় ১৮ ডিসেম্বর ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিতব্য মাসিক অপরাধ সভায় ডিআইজি ঢাকা রেঞ্জ তাকে নভেম্বর মাসের সফল তদন্ত অফিসার হিসাবে একটি সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জনাব সঞ্জিত কুমার রায়, পুলিশ সুপার টাঙ্গাইল সহ ঢাকা রেঞ্জ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।