ব্রুনাই প্রতিনিধি :- ব্রুনাই অবস্হানরত বাংলাদেশি নিয়োগ কর্তা al asif engineering sdn bhd এর স্বত্বাধিকারী রাব্বি আল আসিফ ওরফে আসিফ গত ১৪ ই মে ব্রুনাই অবস্হানরত মান্যবর বাংলাদেশ হাইকমিশনারের সহায়তায় ব্রুনাই ইমিগ্রেশন পুলিশ আসিফ কে গ্রেফতার করেন।।তারপর ট্রাভেল পাশে তাকে বাংলাদেশে পাঠানো হয়।
জানা যায়,রাব্বি আল আসিফ দীর্ঘদিন যাবৎ মানব পাচার করে আসছে।সকলের চোখে ফাঁকি দিয়ে।অসহায় গরীব মানুষের কাছ থেকে বিদেশ নেওয়ার নাম করে কুটি কুটি টাকা হাতিয়ে নিয়েছে।তার পর সে ব্রুনাই চলে আসেন। তিনি বিলাসিতার জীবন যাপন শুরু করেন।আসিফ ব্রুনাই থেকে জাপান বেড়াতে যান।জাপান থেকে ১৪ ই মে ব্রুনাই ফেড়ার পথে ব্রুনাই বাংলাদেশ মান্যবর হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন এর সহায়তায় ব্রুনাই ইমিগ্রেশন পুলিশ এয়ারপোর্টে আসিফ কে গ্রেফতার করেন।তার পর তাকে পাসপোর্ট আটক করে ট্রাভেল পাশে বাংলাদেশে ফেরৎ পাঠানো হয় গত ১৬ ই মে।বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ মানব পাচারকারী আসিফ কে নজর রেখে ব্রাক্ষন বাড়িয়া জেলার কসবা থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।
উল্লেখ্য ব্রুনাইয়ে প্রতারিত বাংলাদেশী কর্মী জনাব খোরশেদ আলম, জনাব শওকত সরকার, জনাব শাহাবুদ্দিন কর্তৃক অানীত অভিযোগের প্রেক্ষিতে ব্রুনাই এ অবস্থানরত বাংলাদেশী নিয়োগকর্তা AL-Asif Engineering Sdn Bhd এর স্বত্বাধিকারী জনাব রাব্বি আল আশিক ওরফে আসিফ এর বিরুদ্ধে মানবপাচার আইন ২০১২ এর ১৪(১৭) ধারায় ব্রাহ্মণবাড়িয়া জেলার, কসবা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শেষে আসামী জনাব রাব্বি আল আশিক ওরফে আসিফ এর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।
বিজ্ঞ ট্রাইব্যুনাল উক্ত চার্জশীট গ্রহণ করে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।