গত ১৫ বছর বাংলাদেশে নিপিড়ন-নির্যাতন ও মানবতাবিরোধী যে কাজগুলো হয়েছে এবং এই কাজ যারা করেছিল তাদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
বিকেলে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের মহিষাশী বাজার এলাকায় ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন তিনি। তিনি আরোও বলেন বিএনপি কৃষি ও জনবান্ধব একটি রাজনৈতিক দল। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মীদের সবসময় সচেষ্ট থাকার আহবান জানান তিনি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ন আহবায়ক শাহীন আহমেদ শাওন ভুইয়া, ধামরাই থানা শ্রমিকদল সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই পৌর কৃষকদল নেতা সাইদুর রহমান জনি, সানোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা শাহীনুর ইসলাম শাহীন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা