মাদ্রিদে শারদীয় দুর্গোৎসব

ছবি: স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

বকুল খান স্পেন থেকে: স্পেনের রাজধানী মাদ্রিদে সাড়ম্বরে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। বাঙালি অধ্যুষিত এলাকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলরুমে অস্থায়ী পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবে বাংলাদেশি ছাড়াও নেপাল ও ভারতের পশ্চিম বাংলার অনেক প্রবাসীও অংশ নিচ্ছেন।প্রতি বছরের মতো এবারও অস্থায়ী পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছেন মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি হিন্দু সম্প্রদায়। ঢাক ঢোল ও শঙ্খ বাজিয়ে চলছে উলুধ্বনি। দুর্গাপূজাকে ঘিরে মাদ্রিদে বাঙালি অধ্যুষিত লাভাপিয়েছে এর হিন্দু সম্প্রদায় এর মধ্যে উৎসবি আমেজ বিরাজ করছে |

ছবি: স্পেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত

এসোসিয়েশনের অস্থায়ী পূজামন্ডপ পরিদর্শন করে স্পেনে বাংলাদেশ দূতাবাসের নব নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ।এ দেশের মাটিতে কোনো জঙ্গিগোষ্ঠী বা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং কখনোই কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। এই দেশ শান্তিকামী বাঙালিদের দেশ। এ দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের সব বাঙালি রক্ত দিয়েছে। তাই এ দেশ সবার। সব ধর্মেই বলা আছে, মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা। এ দেশ সাম্প্রদায়িক নয়। বঙ্গবন্ধুর বাংলাদেশ অসাম্প্রদায়িক। গত ১৪ অক্টোবর মাদ্রিদ সার্বজনীন শারদীয় দূর্গা উদযাপন কমিটির উদ্যো্গে পূজামণ্ডপ পরিদর্শনকালে পুণ্যার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সময় উপস্তিত উপস্থিত ছিলেন, হেড অব চ্যাঞ্চেলরি আব্দুর রউফ মণ্ডল ,বাংলাদেশ এসোসিয়েশন ইন এনায়েতুল করিম তারেক ,স্পেন আওয়ামীলীগের সভাপতি এ এস আই এস রবিন ,সাধারণ সম্পাদক রিজভী আলম ,নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেন সভাপতি একরামুজ্জামান কিরণ ,সিনিয়র সহ সভাপতি আবুল হুসেন |সার্বজনীন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি স্বপন কুমার সাহা ,সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী ,উপদেষ্টা উত্তম মিত্র ,শ্যামল তালুকদার ,সহ সভাপতি গৌরী প্রভাত চক্রবর্তী ,শ্যামল দেবনাথ ,শংকর দেবনাথ ,আপন মন্ডল ,শংকর পোদ্দার ,সুমন সিং ,জুয়েল বৈদ্য ,দিলীপ সূত্রধর ,জয় সাহা পলাশ সাহা প্রমূখ | এছাড়াও ১৩ অক্টোবর বিকেলে পূজামন্ডপ পরিদর্শন করেন ভারতীয় রাষ্ট্রদূত শ্রী সঞ্জয় ভার্মা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments