জাকির হোসেন সুমন : স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত বিক্রমপুর মুন্সিগঞ্জবাসীদের নিয়ে গঠন হলো ‘বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি ’এর পূর্ণাঙ্গ কমিটি। মাদ্রিদে বাঙালী কমিনিটির পরিচিত মুখ মাহবুব আলম জন্টুকে সভাপতি ও তরুন সমাজকর্মী রাসেল দেওয়ানকে সাধারণ সম্পাদক ও মোঃ জয়নাল আবদীন রানাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
গত রবিবার বিকেলে মাদ্রিদের একটি রেস্টুরেন্টে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির প্রধান আহবায়ক গোলাম মোস্তফা জাহাঙ্গীর নব গঠিত কমিটির সদস্যদের নাম গোষণা করেন।
দুই বছর মেয়াদী এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ শাহিন, সহ-সভাপতি আবু তাহের শেখ, সহ-সভাপতি পনির হাওলাদার, সহ-সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি সেলিম হাওলাদার, সহ-সভাপতি মাসুদ শিকদার, সহ -সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ -সাধারণ সম্পাদক উজ্জ্বল ঢালি, সহ -সাধারণ সম্পাদক শেখ রাজন, সহ -সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ -সাধারণ সম্পাদক মোঃ রাজু, সহ -সাধারণ সম্পাদক সেলিম হাসান, সহ -সাধারণ সম্পাদক মোঃ নিশাদ, সহ -সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, সহ -সাংগঠনিক সম্পাদক মোঃ রওনক, অর্থ সম্পাদক সোহেল আহমেদ, সহ অর্থ সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক সুমন শেখ, সহ দপ্তর সম্পাদক জুবায়ের শেখ, প্রচার সম্পাদক মোঃ রফিক, ধর্ম সম্পাদক ইব্রাহিম খান, ক্রীয়া সম্পাদক রুবেল, সহ ক্রীয়া সম্পাদক শাওন আহমদসং, সাংস্কৃতিক সম্পাদক মোঃ বাবু, নির্বাহী সদস্য মাহফুজ, নির্বাহী সদস্য সেলিম মিয়া, নির্বাহী সদস্য রান্টু হোসেন ও মোঃ খোকন প্রমুখ।
পরে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির প্রধান আহবায়ক গোলাম মোস্তফা জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মোঃ হাসানের সঞ্চালনায় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এবং আগামীদিনে সংগঠনের কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন সংগঠনের সাবেক প্রধান আহবায়ক আক্তার হোসেন আতা, শেখ ইসলাম, সুমন নূর, নিজাম মুন্সী।
এদিকে নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির সকলকে বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।