মনির মোল্যা : মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি, শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, মাদক মুক্ত সমাজ গঠনে সকলকে কাজ করতে হবে, সালথা-নগরকান্দায় মাদক প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও মাদকের সন্ধান পেলে পুলিশ প্রশাসনকে জানাবেন। মাদক প্রতিরোধের বিকল্প নেই। আমাদের নেতাকর্মীরা যদি মাদকের সাথে জড়িত থাকে তাকে ছাড় দেওয়া হবে না। মাদকের কারনে দেশ ও সমাজ ধ্বংস হয়। ছেলে-মেয়েরা মাদকে আসক্ত হলে পরিবার ধ্বংস হয়।
শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দা সদরে অবস্থিত জেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সালথা-নগরকান্দায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকায় ভোট দিয়ে জয় লাভ করাতে হবে। আমরা ঐকবদ্ধভাবে আগামী নির্বাচনে কাজ করে আওয়ামীলীগকে বিজয় করবো।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, পিছনের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামীলীগের বিভিন্ন কমিটি নেতাকর্মীদের স্ব-স্ব কমিটি শক্তিশালী করতে হবে। নির্বাচন পরিচালনার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সোবহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি মনিরুজ্জামান, সংসদ উপনেতার এপিএস মোঃ শফি উদ্দীন, সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির চৌধুরী, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সেলিম মোল্যা, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ওদুদ মাতুব্বর, সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, ভাওয়াল আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা কর্মীবৃন্দ। এছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে এই ইফতার মাহফিলে প্রায় ৫ হাজার লোক অংশগ্রহন করেন।
এর আগে শাহদাব আকবর লাবু চৌধুরী নগরকান্দা ডাক বাংলো’তে দুই উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সালথা-নগরকান্দা মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন ও আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর ২ উপজেলায় কমিটি গঠনের পরামর্শ প্রদান করেন।