রাজিউল হাসান পলাশ: ঢাকা ২০ ধামরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেছেন- মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, ইভটিজিংকারী যে দলেরই হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবে না। বুধবার ১৬ জানুয়ারি ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নে “এসডিআই” ধামরাই অঞ্চল কর্তৃক আয়োজিত মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক মতবিনিময় কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরোও বলেন ধামরাই উপজেলা একটি স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক আদর্শ উপজেলা হিসেব গড়ে তুলতে চাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেনজীর আহমদ নির্বাচিত হওয়ার পর এই প্রথম বেসরকারি এনজিও এসডিআই এই ধরণের সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক। এসময় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।