“মাদক ছেড়ে চল জীবনের পথে
জাগুক সমাজ আলোর পথে।”
বোয়ালমারী প্রতিনিধি : এই স্লোগান কে সামনে রেখে বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক ভাবে শুরু হয়েছে মাদকের বিরুদ্ধে সিভিল ব্রিগেড কমিটি গঠন। আগামী নভেম্বর মাসের মধ্যে বোয়ালমারী উপজেলা কে ‘মাদক মুক্ত বোয়ালমারী’ ঘোষণার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। লক্ষ্যে পৌঁছাতে নিরন্তর কাজ করে যাচ্ছেন তিনি, তারই ধারাবাহিকতায় আজ পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমিতে অনুষ্ঠিত হয় পরমেশ্বরদী ইউনিট গঠন। এতে জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমি ও তামারহাজী উচ্চ বিদ্যালয় , প্রিয়ভাষিণী উচ্চ বিদ্যালয়ের ৭ শত ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন । তিনি মাদকের ভয়াবহতা, কুফল, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপর প্রভাব ও পরিণতির উপর বিশদ আলোচনা করেন। এতে উদ্বুদ্ধ হয়ে ৬ থেকে ৭ শত ছাত্র-ছাত্রী মাদক বিরোধী সিভিল ব্রিগেডের সদস্য হিসেবে নিবন্ধন ও শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই। শপথ অনুষ্ঠান শেষে তিনি বলেন- আপনাদের সহযোগিতা পেলে নভেম্বর মাসের মধ্যে বোয়ালমারী কে মাদক মুক্ত করে বাংলাদেশের জন্য মডেল হিসেবে উপস্থাপন করা সম্ভব । তাঁর এ আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত সকলে হাত তুলে মাদক মুক্ত বোয়ালমারী গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম মীনা মুকুল , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মিশকাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পী ও ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।