মনির মোল্যা : আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্ন পুরণে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা মার্কায় ভোট চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. ছাব্বির হোসেন।
রবিবার বিকাল ৫টায় মাঝারদিয়া বাজার তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাব্বির হোসেন এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পদ্মা সেতুসহ সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মোল্যা, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হায়দার মোল্যা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, ইউপি সদস্য কবির হোসেন প্রমূখ।