বাংলাদেশী বংশোদ্ভূত বহু-প্রতিভাবান আইরিশ অভিনেত্রী এবং মডেল মাকসুদা আক্তার (প্রিয়তি) সম্প্রতি তার সংস্কৃতিক কার্যক্রমের অধীনে আরেকটি বড় কৃতিত্ব অর্জন করেছেন। এবার তিনি আয়ারল্যান্ডে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানের হোস্ট হিসাবে স্পটলাইটে এসেছন। ‘রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (RHIFF), আয়ারল্যান্ডের অন্যতম প্রভাবশালী স্ক্রিন অভিনেতার নামানুসারে নামকরণ করা হয়েছে এই ফিল্ম ফেস্টিভাল, এই বছর লিমেরিকে ফেস্টিভালের ১০ তম বার্ষিকী উদযাপন করেছে৷ প্রাক্তন মিস আয়ারল্যান্ড এবং মিস আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার (প্রিয়তি) এবারের পুরস্কার অনুষ্ঠানের আয়োজক হওয়ার গৌরব অর্জন করেছিলেন। মাকসুদার পাশাপাশি অনুষ্ঠানটির সহ-আয়োজক ছিলেন একজন আইরিশ অভিনেতা স্টুয়ার্ট ম্যাকি। বিশ্বের একমাত্র Film Festival, যারা Independent Filmmakers দের চলচিত্র বানাতে প্রতিবছর বিপুল অংকের ফান্ড দিয়ে থাকে।
Subscribe
Login
0 Comments
Oldest