মরহুম জাহাঙ্গীর ভাইয়ের মরদেহ গোসল, জানাজা এবং বাংলাদেশে প্রেরন প্রসঙ্গে

মিনহাজ হোসেন ইতালীঃ আজ ২৮আগস্ট মঙ্গলবার জালালাবাদ কল্যান সংঘের সভাপতি অলি উদ্দিন শামীম সাংবাদিকদের জানান, বৃহত্তর সিলেটের বিয়ানীবাজারের কৃতি সন্তান মরহুম জাহাঙ্গীর হোসাইন এর মরদেহ বাংলাদেশে প্রেরন নিমিত্তে সকল প্রশাসনিক কার্যক্রম আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ দূতাবাস, হাসপাতাল এর সার্টিফিকেট সকল কাগজপত্র হাতে পাওয়ার পর, এজেন্সিকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। সেই পরিকল্পনা মোতাবেক, আগামী বৃহস্পতিবার সকাল ৮ টায় মরহুমের গোসল এবং শুক্রবার তরপিনাতারাস্থ টিএমসি মসজিদে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাস সরাসরি ফুমিচিনিও এয়ারপোর্টে চলে যাবে। অতঃপর শনিবার তারকিশ এয়ারলাইনস যোগে লাশ বাংলাদেশে শাহজালাল এয়াপোর্টে গিয়ে পৌছবে রবিবার ভোর ৫.০০ টায়।

উল্লেখ থাকে যে, সিলেট জেলার বিয়ানিবাজার এর জাহাঙ্গীর হোসাইন গত ২৫ আগষ্ট তররেএঞ্জেলা নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । পরবর্তিতে মরহুমের মরদেহ দেশে পাঠানো এবং এখানের প্রশাসনিক পক্রিয়া সম্পাদনের জন্য বৃহত্তর সিলেট কমিউনিটি চেন্তচেল্লে স্থানীয় রেষ্টুরেন্ট এ বসে সবার সম্মত্তিক্রমে জালালাবাদ কল্যান সংঘ এর সভাপতি অলি উদ্দিন শামীমকে দায়িত্ব দেয়া হয় লাশ দেশে প্রেরনের যাবতীয় পদক্ষেপ নেয়ার জন্য। আজকের সকল কার্যক্রম সম্পন্ন এর মাধ্যমে এটাই প্রমানিত হলো , প্রবাসে রক্তের সম্পর্কের চেয়েও আপন এখান বসবাসরত কমিউনিটি। আর সিলেট বাসীদের এই উদারতা যেন দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই সাথে সভাপতি অলি উদ্দিন শামীম সহ সিলেটবাসীর কমিউনিটির সকলকে জানাচ্ছি ধন্যবাদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x